সংক্ষেপে ইয়াজিদের কুকীর্তি:-
সংক্ষেপে এক বদমাইশের (ইয়াজিদের) কুকীর্তি:-
১. ❝একবার ইয়াজিদ মাতাল হয়ে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করল। এরপর চিৎ হয়ে পড়ে তার মাথা ফেটে গেল❞।¹
২.যিয়াদ আল-হারেসী রহঃ বলেন: ❝একবার ইয়াজিদ আমাকে এমন শরাব পান করালো তেমন স্বাদের শরাব আর কখনো খাইনি। বললাম,"আমিরুল মোমেনীন! এমন মদ আমি কখনো পান করিনি"। তখন ইয়াজিদ বলল, "এটা মিষ্টি ডালিম, ইস্পাহানের মধু, আহওয়াযের চিনি, তায়েফের আঙ্গুর এবং বারাদার পানি দিয়ে তৈরি❞।²
৩. ❝বিশিষ্ট শাফেঈ ফকিহ ইলকিয়া হাররাসিকে ইয়াযিদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন, 'ইয়াযিদ কোনো সাহাবি ছিল না। সে জন্ম নিয়েছিল উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। তার ব্যাপারে সালাফ বা পূর্বসূরি, যেমন ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা প্রমুখের পক্ষ থেকে দুটি মত রয়েছে। একটি মত তালউইহ (ইশারায় লানত দেয়া) ও আরেকটি মত তাসরিহ (স্পষ্টভাষায় লানত দেয়া)। আর আমাদের মত কেবল একটিই। তা হলো, তাসরিহ বা সুস্পষ্টভাবে লানত দেয়া, তালউইহ নয়। আর এটা হবেনা-ই বা কেন? ইয়াযিদ পাশা খেলত, চিতাবাঘ দিয়ে শিকার করত, সর্বোপরি সে ছিল মদ্যপ❞।³
৪.❝ইয়াজিদ মুমিন নাকি কাফির সে ব্যাপারে চুপ থাকব না। আল্লাহ তায়ালার লানত তার উপর, তার সহযোগী ও সহায়তাকারীদের উপর❞।⁴
◆ যেসব আকাবিরে ইসলাম ইয়াজিদকে লানত দিয়েছেন:
১. ইমাম আহমদ ইবন হাম্বল র.
২. কাযি আবু ইয়ালা র.
৩. আবুল হুসাইন ইবন আবু ইয়ালা র.
৪. খাল্লাল রহঃ.
৫. খাল্লালের শিষ্য আব্দুল আযিয র.
৬. ইবনুল জাওযি র.
৭. আবুল মুযাফফর (সিবত্ ইবনুল জাওযি র.)
৮. জালালুদ্দিন আস সুয়ূতি র.
৯. ইবন মুহিব্বুদ্দিন আল হানাফি র.
১০. আল্লামা সাদুদ্দীন আত তাফতাযানি র.
১১. আল্লামা ইলকিয়া আল হাররাসি আশ শাফেঈ র.
১২. মুহাম্মদ ইবন আহমদ আস সাফফারিনি র,
১৩. আল্লামা ইবন হাজার আল আসকালানি র.
১৪. কাযি আবু বকর আহমদ ইবন আলি আল জাসসাস র. প্রমুখ।
বর্তমানে অনেকেই ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ। তাদের প্রশংসায় থুথু নিক্ষেপ করে ইয়াজিদ প্রেমীদের রদ্দ করে কিতাব লিখেছেন সকল ঘরণার মুহাক্কিক আলেম আল্লামা ইমাম ইবনুল কাইয়িম জওযী রহঃ।
নাম: আর রাদ্দু আলাল মুতাআসসিবিল আনীদিল মানি' মিন যম্মে ইয়াজিদ ( الرد على المتعصب العنيد المانع من ذم يزيد).(2nd pic)
________________________
📚
¹ ইমাম যাহাবী রহঃ-সিয়ারু আলামিন নুবালা, খণ্ড-৪,পৃ:৩৭
² ইমাম যাহাবী রহঃ-সিয়ারু আলামিন নুবালা, খণ্ড-৪,পৃ:৩৭
³ ইবনে খাল্লিকান রহঃ- ওয়াফয়াতুল আ'য়ান, খণ্ড ৩,পৃ:২৮৭.
⁴ ইমাম সাদুদ্দীন তাফতাযানী রহঃ- শরহু আকাঈদিন নাসাফী,পৃ:১৮১
#jihad_mahmud
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন