ইসলামের শরয়ী বিধান শিক্ষাদান ও প্রচার-প্রসারে মা আয়েশা সিদ্দীকার অবদান।
ইসলামী শরীয়তের বিধানসমূহের পূর্ণাঙ্গতা আনয়ন ও অলংকার সমৃদ্ধ করার জন্য রাসূল ﷺ এর সঙ্গে এমন একজন সহধর্মিনী আবশ্যকীয় ছিলেন যিনি হবেন মেধাবী,বিচক্ষণ, বিজ্ঞ ও মুত্তাকী। উপরন্তু নূর নবিজী ﷺ এর ইন্তেকালের পরেও দীর্ঘদিন হায়াত পায় এমন সাধবী মহীয়সী রমণী। আল্লাহ পাক ইসলামের এই প্রয়োজনীয়তাকে পরিপূর্ণ করলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিআল্লাহু তা'আলা আনহা কে দিয়ে। সুতরাং নুর নবীজি ﷺ এর সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিআল্লাহু তা'আলা আনহা এর এই বরকতময় বিবাহটা ছিলেন ইসলামী শরীয়তের জন্য সোনায় সোহাগা । ইহা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোট 11 টি বিবাহ করেছিলেন। যাহা অন্য কোন মুসলিমের জন্য বৈধ নয় ।রাসূল ﷺ এর এই অনেক বিবাহের বৈধতা প্রমাণ করে যে তিনি আমাদের মত মানুষ নন। তাছাড়াও নুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহুবিবাহ ইসলামের জন্য সীমাহীন উপকার সাধিত হয়েছিল। যা এখানে উল্লেখ করলাম না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তা'আলা আনহার বিবাহ হওয়ার কারণে এবং বিবাহকালীন মা আয়েশা সিদ্দিকা র...