পোস্টগুলি

ভুল নিরসন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মাংস বলা নিয়ে একটি সন্দেহের অবসান:

  একটি ভুল নিরসন: কেউ কেউ বলেন যে, মাংস বলা যাবেনা। বলতে হবে গোশত। কেননা তা হিন্দুদের দেবী মায়ের অংশের সাথে সাদৃশ্য রাখে। উত্তর:  মাংস বা গোশত উভয়েই বলা যাবে। এতে কোনো সমস্যা নেই। তাদের যুক্তি হলো: এটি মায়ের অংশ। যাকে সংক্ষেপ করে মাংস করা হয়েছে। আমি বলি:  যদি মায়ের অংশ হয় তবে তো এভাবে লিখা উচিত, মায়ের + অংশ = মাংশ। কিন্তু আমরা গোশতের বেলায় লিখি "মাংস"। সুতরাং, তাঁদের ঐ মাংশ এবং আমাদের এই গোশতের মধ্যে ব্যবধান আছে। কিন্তু আমাদের মাংস এবং গোশতের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে যদি বেশি কনফিউজড হয়ে যান,গোশতই বলেন। No problem… #𝕛𝕚𝕙𝕒𝕕_𝕞𝕒𝕙𝕞𝕦𝕕 লিখকের ফেসবুক একাউন্ট দেখতে এখানে ক্লিক করুন। লিখকের ফেসবুলিখকের ফেসবুক একাউন্ট দেখতে এখানে ক্লিক করুন।