-কানযুল ইমানের বদৌলতে ইমান নসীব-

-কানযুল ইমানের বদৌলতে ইমান নসীব- সায়্যিদুনা আ'লা হযরত ইমাম আহমাদ রিদ্বা রহিমাহুল্লাহ'র বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব "কানযুল ঈমান ফি তারজুমাতিল কুরআন" (کنزالایمان فی ترجمۃ القرآن) ১৯৭৪ খ্রী সনে ইংরেজীতে অনুবাদ করেছিলেন লণ্ডন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৎকালীন একজন অধ্যাপক, প্রফেসর ড. হানীফ আখতার ফাত্বিমী।এটি পরবর্তীতে লাহোর ও ইংল্যান্ড হতে প্রকাশিত হয়। ১৯৮০ খ্রি. সনে তিনি পাকিস্তান আগমন করলে তাঁর সাক্ষাত হয় মাহিরে রযভিয়্যাত, প্রফেসর ড. মুহাম্মদ মাস'উদ আহমাদ নক্শবন্দী মুজাদ্দেদী (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি) এঁর সাথে। সে সাক্ষাতে তিনি মাহিরে রযভিয়্যাতকে জানান_ যখন তিনি তারজুমা সম্পন্ন করেন, তখন একজন খ্রিস্টান ব্যক্তির সাথে তাঁর দেখা হয়। ঐ ব্যক্তি জানান যে_ "তিনি ইসলামকে নিয়ে গবেষণা করছেন, কুরআনের অনেকগুলো তারজুমা তিনি পড়েছেন কিন্তু কোনোটিতেই তিনি সন্তুষ্ট হতে পারেননি"। তখন প্রফেসর সাহেব তাকে নিজের তারজুমার (অর্থাৎ কানযুল ইমানের) পান্ডুলিপি দেন। ঐ খ্রিস্টান ব্যক্তি পরবর্তীতে ঐ তারজুমা পড়ে এতোটাই মুগ্ধ হন, যার ফলে তিনি ইসলামধর্ম গ্রহণ করেন। ¹ মহান আ...