পোস্টগুলি

ইয়াজিদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সংক্ষেপে ইয়াজিদের কুকীর্তি:-

ছবি
 সংক্ষেপে এক বদমাইশের (ইয়াজিদের) কুকীর্তি:- ১. ❝একবার ইয়াজিদ মাতাল হয়ে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করল। এরপর চিৎ হয়ে পড়ে তার মাথা ফেটে গেল❞।¹ ২.যিয়াদ আল-হারেসী রহঃ বলেন: ❝একবার ইয়াজিদ আমাকে এমন শরাব পান করালো তেমন স্বাদের শরাব আর কখনো খাইনি। বললাম,"আমিরুল মোমেনীন! এমন মদ আমি কখনো পান করিনি"। তখন ইয়াজিদ বলল, "এটা মিষ্টি ডালিম, ইস্পাহানের মধু, আহওয়াযের চিনি, তায়েফের আঙ্গুর এবং বারাদার পানি দিয়ে তৈরি❞।² ৩. ❝বিশিষ্ট শাফেঈ ফকিহ ইলকিয়া হাররাসিকে ইয়াযিদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন, 'ইয়াযিদ কোনো সাহাবি ছিল না। সে জন্ম নিয়েছিল উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। তার ব্যাপারে সালাফ বা পূর্বসূরি, যেমন ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা প্রমুখের পক্ষ থেকে দুটি মত রয়েছে। একটি মত তালউইহ (ইশারায় লানত দেয়া) ও আরেকটি মত তাসরিহ (স্পষ্টভাষায় লানত দেয়া)। আর আমাদের মত কেবল একটিই। তা হলো, তাসরিহ বা সুস্পষ্টভাবে লানত দেয়া, তালউইহ নয়। আর এটা হবেনা-ই বা কেন? ইয়াযিদ পাশা খেলত, চিতাবাঘ দিয়ে শিকার করত, সর্বোপরি সে ছিল মদ্যপ❞।³ ৪.❝ইয়াজিদ মুমিন নাকি কাফির সে ব্যাপারে চু...