মাসলাকে আ'লা হযরতের বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান:

মাসলাকে আ'লা হযরতের বিভিন্ন প্রতিষ্ঠান:


_______________________________

ভূমিকা:ইসলামের সঠিক রূপরেখা আকিদায়ে আহলে সুন্নাতের চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ সায়্যিদুনা ইমামে আহলে সুন্নাত,আ'লা হযরত আহমদ রিদ্বা খাঁন রহিমাহুল্লাহ ভারতীয় উপমহাদেশে যে ভিত্তি স্থাপন করে গিয়েছেন তা আজ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গিয়ে সূর্যের মত জ্বলজ্বল করছে। বাতিল শক্তির মোকাবেলায় তিনি যে সংগ্রাম করে গেছেন তা আজ বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে আজও চিরস্থায়ী হয়ে রয়েছে। নিম্নে শুধুমাত্র বাংলাদেশে পরিচালিত প্রতিষ্ঠানসমূহের তালিকা সংক্ষেপে তুলে ধরা হলো। পরবর্তীতে বিভিন্ন দেশে পরিচালিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে।_

১.আ'লা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ: এটি ১৯৯৮ খ্রিস্টাব্দে চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ কদম মোবারক এলাকায় প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়। এবং তাতে আল মুখতার নামে একটি স্বারক গ্রন্থ প্রকাশ করা হয়।
২.রেযা ইসলামিক একাডেমী: এটি চট্টগ্রামের বহদ্দারহাটে তৈয়বিয়া মার্কেট চাঁদগাওয়ে অবস্থিত। ১৯৯৮ খ্রিস্টাব্দে সনে এটি প্রতিষ্ঠা করেন আলহাজ্ব মোঃ খাইরুল বাশার রহমাতুল্লাহি তায়ালা আলাইহি।
৩.আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট: মাসলাকে আলা হযরতের উপর বাংলাদেশের সর্বৃবহৎ প্রতিষ্ঠান হচ্ছে এটি। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় নানা গবেষণামূলক কিতাবাদি প্রকাশ করে থাকে। এ সংগঠনটির অধীনে সারা বাংলাদেশে প্রায় অর্ধ শতাধিকের কাছাকাছি মাদ্রাসা পরিচালনা করা হয়ে থাকে। যার সবকটিই মাসলাকে আলা হযরতের ভাবধারায় পরিচালিত। প্রতিমাসে "মাসিক তরজুমান" নামে একটি ম্যাগাজিন বের করে। 
উপরোক্ত প্রতিষ্ঠানসমূহ ব্যতীত বাংলাদেশের আনাচে-কানাচে যেসব প্রতিষ্ঠান সংগঠন কর্তৃক ইমাম আহমদ রিদ্বার উপর গবেষণা চলে তার মধ্যে রয়েছে_
১. আঞ্জুমানে রজবিয়া তৌসিফিয়া বাংলাদেশ। দেওয়ানহাট, চট্টগ্রাম।
২. আলা হযরত রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা। 
৩. ইমামে আজম ও আলা হযরত রিসার্চ একাডেমী, ঢাকা। 
৪. গাউসুল আজম ও আলা হযরত রিসার্চ একাডেমী, ঢাকা। 
৫. আলা হযরত রিসার্ট সেন্টার, চট্টগ্রাম।
৬. আঞ্জুমানে আশেকানে মোস্তফা ﷺ  বাংলাদেশ,চট্টগ্রাম।
৭. সিরাজনগর দরবার শরীফ সিলেট। 
৮. আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ, হবিগঞ্জ।
৯. আ'লা হযরত ইমাম আহমদ রিদ্বা কমপ্লেক্স সুবহানিয়া দরবার শরীফ, ভৈরব, কিশোরগঞ্জ।
১০. রেজভিয়া দরবার শরীফ নেত্রকোনা 
১১. বিরামপুর রেজভিয়া দরবার শরীফ, সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া।
১২. আজিজিয়া কাজেমী কমপ্লেক্স বাংলাদেশ, চট্টগ্রাম।
১৩. ইমাম আহমদ রিদ্বা রিসার্চ একাডেমি বাংলাদেশ চট্টগ্রাম। 
১৪. রেজা রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স চট্টগ্রাম।
১৫. ইসলামিক রিসার্চ সেন্টার,মৌলানা মঞ্জিল, চন্দনাইশ চট্টগ্রাম।
১৬. ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর। 
১৭. আলা হযরত ইমাম আহমদ রেজা যুব কাফেলা বাংলাদেশ ও তরুণ কাফেলা, বায়েজিদ,চট্টগ্রাম।
১৮. রজভিয়া হাবিবিয়া দরবার শরীফ পশ্চিম পোমরা, রাঙ্গুনিয়া চট্টগ্রাম।
১৯. ইমাম শেরে বাংলা রিসার্চ একাডেমি, চট্টগ্রাম।
২০. রেজভিয়া সুফিবাদি সংগঠন বাংলাদেশ। কিশোরগঞ্জ।
_______________________________
নাহিদুল আমিন ভাইয়ের লিখিত "জ্ঞানজ্যোতিষ্ক" থেকে সংগৃহীত।

সংগ্রহে: জিহাদ মাহমুদ।
ইনশাআল্লাহ পরের পর্বে জানব মাসলাকে আ'লা হযরতের  উপর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রসঙ্গ: আল্লাহর রাসূল ﷺ সামনে যেভাবে দেখতেন পিছনেও তেমনি দেখতেন।

শিয়াবাদের মুখোশ উন্মোচন -(১)