শিয়াবাদের মুখোশ উন্মোচন -(১)

শিয়াবাদের মুখোশ উন্মোচন:(১) ইসরাইলের বিরুদ্ধে ইরান যুদ্ধ করায় এখন কেউ কেউ তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে খোমেনিকে নিয়ে যারপরনাই প্রশংসাগীতি করা হচ্ছে। আমি বলছিনা, ইরানের বিপক্ষ নিতে। ইসরাইলের মত জালেমদের শায়েস্তা করতে ইরানের মত সাহসীদের দরকার আছে। তবে মনে রাখতে হবে উভয়ই কিন্তু মুসলমানদের শত্রু। এখন আপনি খোমেনির প্রশংসা করতেছেন,আল্লাহ না করুক কেউ যদি তাদের দিকে প্রভাবিত হয়ে তাদের মত গ্রহণ করে নেয়, তখন এর দায়ভার কে নিবে! শিয়ারা বিভিন্ন দল-উপদলে বিভক্ত। তাদের আকিদার মধ্যেও কিছুটা ভিন্নতা রয়েছে। ✿ আমি তাদের প্রত্যেক দলের বিদ্যমান থাকা কিছু সাধারণ আকিদা তুলে ধরছি।_ (১) যুগে যুগে নবি প্রেরণ করা আল্লাহ তা'আলার জন্য আবশ্যক; (২) হযরত আদম (আলাইহিস সালাম)-সহ সাতজন উঁচু স্তরের আম্বিয়া ব্যতীত অন্যান্য নবিদের চাইতে হযরত আলি রা: এর মর্যাদা বেশি; (৩) তারা হযরত আলি (রা:)-কে খুলাফায়ে রাশেদিনের প্রথম তিনজন সাহাবির চাইতে অধিক মর্যাদা প্রদান করে; (৪) তাদের দাবিমতে, রাসুলুল্লাহ (ﷺ) এর পর খেলাফতের হকদার হলেন একমাত্র হযরত আলি রা:। রাসুলুল্লাহ (ﷺ) তাঁকে উম্মতের মওলা ঘোষণা দেওয়ার...