তরিকতের রোযা কি ও কিরকম?
আসলেই আছে…। তো তা কিরকম?
পানাহার ও স্ত্রী… থেকে বিরত থাকাই রোজা। তাই তো… হ্যাঁ তবে এটি শারীরিক রোজা।
📌তরিকতের রোজা হলো মিথ্যা কথা, গীবত করা, অশ্লীলতা, গালিগালাজ,বেগানা নারী-পুরুষ পরস্পর কথা বলা, অহমিকা, অহংকার, কৃপনতা, যাবতীয় প্রকাশ্য-অপ্রকাশ্য ইত্যাদি ফাহেশা কাজ থেকে বিরত থাকা।
📌রোজার মুখ্য উদ্দেশ্য মূলত এটাই।
এজন্যই রাসূল ﷺ বলেন…
رب صائم ليس له من صيامه الا الجوع والعطش-
অর্থাৎ,এমন অনেক রোজাদার আছে যাদের রোজা পালন দ্বারা শুধু ক্ষুধা ও তৃষ্ণা ব্যতীত কিছুই অর্জিত হয় না।
(সুনানু ইবনে মাজাহ-হা:-১৬৯০)
📌 শরিয়তের রোজায় নির্দিষ্ট সময় থাকে কিন্তু তরিকতের রোজা সারাবছরেই থাকতে হয়।
তাই আমাদের উচিত অন্তত রমজান মাসে হলেও তরিকতের রোজায় নিজেকে আবদ্ধ করা…
✍️ #jihad_mahmud
03.03.2025
💛💛💛
উত্তরমুছুন