সালাম দেওয়ার সঠিক এবং অশুদ্ধ বাক্য:

 সালা ম দেওয়ার বদলে লানত/বাঁশ দিচ্ছেন না তো!


কিছু আধুনিক ভাইয়েরা Moderated হতে গিয়ে এভাবে সালাম দেয় যে_

✿ সা-মু- আলাইকুম- (سام عليكم)

✿ আস-সা-মু আলাইকুম- (السام عليكم)


আরবিতে 'সাম' অর্থ: মৃত্যু বা বাঁশ। (কমেন্টে)

তো এখন তার সালামের বাংলা করলে হয়_

"আপনার মৃত্যু হোক" বা 

"আপনাকে আল্লাহ বাঁশ দিক"। নাউজুবিল্লাহ।


একটু ভেবে দেখুন তো, সে সালামের নামে আপনাকে বাঁশ দিয়ে মশকারি করতেছে আর আপনি কিন্তু বোকার মত শুদ্ধ করে সালামের জবাব দিচ্ছেন "ওয়ালাইকুমুস সালাম"।

আজ থেকে যারা আপনাকে এইরকম সালাম দিবে তাদেরকে জবাব দিবেন_

✿"ওয়ালাইকা"- (وعليك)

✿"ওয়ালাইকাস সাম"- (وعليك السام)

তবে যথাসম্ভব শোধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।


✿ সালামের কয়েকটি শুদ্ধ নিয়ম:

১."আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ"

২."আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহি

    ওয়া বারাকাতুহু"

৩."সালামুন আলাইকুম"

৪."সালামুন আলাইকা"

৫."আসসালামু আলাইকুম"

৬."আসসালামু আলাইকা"


একটি হাদিস শরীফ লক্ষ্য করুন _

রাসূল ﷺ বলেন_ যখন কোনো ইয়াহুদি তোমাদেরকে এই বলে সালাম দেয় যে, আস-সা-মু আলাইকুম, তখন তোমরাও বলো_ "ওয়ালাইকা"।¹


✿আল্লাহ তাআলা আমাদের বুঝার তাওফিক দান করুক আর অতি মডারেট হওয়া থেকে রক্ষা করুক।

_______________________________

📚 ¹ বুখারী শরীফ_হা.নং- ৬,৯২৭

        মুসলিম শরীফ_হা.নং-২,১৬৬


#jihad_mahmud

লিখকের ফেসবুক একাউন্ট দেখতে এখানে ক্লিক করুন।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রসঙ্গ: আল্লাহর রাসূল ﷺ সামনে যেভাবে দেখতেন পিছনেও তেমনি দেখতেন।

শিয়াবাদের মুখোশ উন্মোচন -(১)

মাসলাকে আ'লা হযরতের বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান: