ইমাম আহমাদ রেযা'র মসলকপন্থী মাদরাসাসমূহ:
ইমাম আহমাদ রেযা'র মসলকপন্থী মাদরাসাসমূহ:
প্রথমেই আন্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর অধীনে থাকা মাদরাসাসমূহের আলোচনায় আসছি-
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা
(jasa.edu.bd)
বাংলাদেশে মসলকে আ'লা হযরতের সূতিকাগার বলা হয় এটিকে। ১৯৫৪ খ্রি. সনে পাকিস্তান হতে এই দেশে আগত আওলাদে রাসূল (সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম), কুতুবুল আউলিয়া, আল্লামা হাফেয ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ আহমাদ শাহ সিরিকোটি (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি) কর্তৃক বর্তমান চট্টগ্রামের মুরাদপুরে এটি প্রতিষ্ঠিত হয়।
এই মাদরাসাটি ছাড়া আন্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর অধীনে থাকা অন্যান্য অর্ধশতাধিক মাদরাসার মধ্যে রয়েছে-
* এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসা, চট্টগ্রাম।
প্রতিষ্ঠাতা: আল্লামা সাইয়্যিদ আহমাদ শাহ সিরিকোটি (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* দারুল ইসলাম ফাযিল মাদরাসা, চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা: আল্লামা সাইয়্যিদ আহমাদ শাহ সিরিকোটি (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদরাসা ।মোহাম্মদপুর, ঢাকা ।
(quaderiamadrasah.org),
প্রতিষ্ঠাতা: গাউসুল ওয়াক্ত, আল্লামা হাফেয ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ তৈয়ব শাহ (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* মাদরাসায়ে তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া (ফাযিল), বন্দর, চট্টগ্রাম।
প্রতিষ্ঠাতা: গাউসুল ওয়াক্ত, আল্লামা হাফেয ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ তৈয়ব শাহ (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* মাদরাসায়ে তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাযিল), রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
প্রতিষ্ঠাতা: গাউসুল ওয়াক্ত, আল্লামা হাফেয ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ তৈয়ব শাহ (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
*আহমদিয়া তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, মহেশখালী, কক্সবাজার।
প্রতিষ্ঠাতা: গাউসুল ওয়াক্ত, আল্লামা হাফেয ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ তৈয়ব শাহ (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
*জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মহিলা মাদরাসা, মুরাদপুর, চট্টগ্রাম।
প্রতিষ্ঠাতা: রাহনুমায়ে শরীয়ত ওয়া ত্বরীকত, আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ তাহির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)
*কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া, খিলগাঁও, ঢাকা।
প্রতিষ্ঠাতা: রাহনুমায়ে শরীয়ত ওয়া ত্বরীকত, আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ তাহির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)
*মাদরাসায়ে তৈয়্যবিয়া তাহেরিয়া হালিমিয়া, সিলেট।
প্রতিষ্ঠাতা: রাহনুমায়ে শরীয়ত ওয়া ত্বরীকত, আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ তাহির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)
*মাদরাসায়ে তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া, কক্সবাজার।
প্রতিষ্ঠাতা: রাহনুমায়ে শরীয়ত ওয়া ত্বরীকত, আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ তাহির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)
*কাদেরিয়া তাহেরিয়া রাবেয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, মিঠাপুকুর, রংপুর।
প্রতিষ্ঠাতা: রাহনুমায়ে শরীয়ত ওয়া ত্বরীকত, আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ তাহির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)
*পূর্ব কৈয়গ্রাম সাবেরিয়া খলীলিয়া সুন্নিয়া মাদরাসা, কৈয়গ্রাম, চট্টগ্রাম।
প্রতিষ্ঠাতা: পীরে বাঙ্গাল, আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ সাবির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)
* বাঘমারা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, কমলগঞ্জ, মৌলভীবাজার।
* বাঘমারা ওলী শাহ সুন্নিয়া দাখিল মাদরাসা, বাঁশখালী, চট্টগ্রাম।
* দক্ষিণ বালাপাড়া ফাযিল মাদরাসা, আদিতমারী, লালমনিরহাট।
* ফাতেমা মুনাফ তা'লীমুল কুরআন ইবতেদায়ী মাদরাসা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
* ফতেয়াবাদ গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসা, হাটহাজারী, চট্টগ্রাম।
* ফয়েজুল উলূম মাদরাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম।
*গাউসিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম
গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসা, ইসলামপুর, পাহাড়তলী, চট্টগ্রাম
* গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া হেফজখানা, পটিয়া, চট্টগ্রাম
গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া ক্যাডেট মাদরাসা, টেকনাফ, কক্সবাজার
* গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্স, সদর, রাঙ্গামাটি
* গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্স, চন্দনাইশ, চট্টগ্রাম
গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা, বাঁশখালী, চট্টগ্রাম
* গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া, লংগদু, রাঙ্গামাটি
* হায়দেমাসী মুহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, লামা, বান্দরবান
* ইসলামপুর মহিলা দাখিল মাদরাসা, ইসলামপুর, জামালপুর
* ইসমাইল হোসেন মদীনাতুল উলুম গাউসিয়া মাদরাসা, সদর, রংপুর
* জামেয়া গাউসিয়া সুন্নিয়া একাডেমী কমপ্লেক্স, সদর, হবিগঞ্জ
* জামেয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা, বন্দর, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠাতা: আল্লামা মাওলানা বাক্বী বিল্লাহ জালালী ক্বাদেরী (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* কড়লডেঙ্গা গাউসিয়া তৈয়্যবিয়া আযিযিয়া সুন্নিয়া মাদরাসা, বোয়ালখালী, চট্টগ্রাম
* লাঙ্গুরবিল মহিউসসুন্নাহ মহিলা দাখিল মাদরাসা, টেকনাফ, কক্সবাজার
* মাদরাসায়ে তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া, সদর, সিলেট
* মাদরাসায়ে তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া (আলিম), সদর, কক্সবাজার
মাদরাসায়ে তৈয়্যবিয়া তাহেরিয়া, কালুরঘাট, চট্টগ্রাম
* মাদরাসায়ে গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম
* মাদরাসায়ে তৈয়্যবিয়া তাহেরিয়া দরবেশিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম
মাদরাসায়ে মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া, সীতাকুন্ড, চট্টগ্রাম
* পশ্চিম সোনাই মুহাম্মদিয়া রহমানিয়া আহমদিয়া, লংগদু, রাঙ্গামাটি
পাঠানদন্ডী তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া আলিম মাদরাসা, চন্দনাইশ, চট্টগ্রাম
* কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, সদর, চাঁদপুর
* কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসা, সাতক্ষীরা
* কাদেরিয়া তাহেরিয়া হোসাইনিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা, ছাগলনাইয়া, ফেনী
* কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্স, সদর, কুমিল্লা।
* কাদেরিয়া তৈয়্যবিয়া কমপ্লেক্স, চরতী, সাতকানিয়া, চট্টগ্রাম
* কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা, সদর, নারায়ণগঞ্জ
* কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা, সদর, বি.বাড়িয়া
* রহমানিয়া মুহাম্মদিয়া কাদেরিয়া সুন্নিয়া মাদরাসা, করণখাইন, পটিয়া, চট্টগ্রাম
* রাউজান দারুল ইসলাম ফাযিল মাদরাসা, রাউজান, চট্টগ্রাম
* শরিফাবাদ দাখিল মাদরাসা, সদর, হবিগঞ্জ
* শেখপাড়া তাহেরিয়া আফতাবিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, সদর, রংপুর
* সিঙ্গানালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা, সদর, রাঙ্গামাটি
* সুয়াবিল গাউসিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম
* তাহেরিয়া বদরুল আলম সুন্নিয়া (দাখিল) মাদরাসা, ডোমার, নীলফামারী
* কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসা, ইসলামবাগ, সৈয়দপুর, নীলফামারী
প্রতিষ্ঠাতা: রাহনুমায়ে শরীয়ত ওয়া ত্বরীকত, আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ তাহির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)
* তাহেরিয়া সাবেরিয়া নূরুল উলূম হোসাইনিয়া সুন্নিয়া মাদরাসা, বাঁশখালী, চট্টগ্রাম
* তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসা, হাটহাজারী, চট্টগ্রাম
* তৈয়্যবিয়া সাবেরিয়া আযিযিয়া মাদরাসা, ধোপাছড়ী, চন্দনাইশ, চট্টগ্রাম
* তৈয়্যবিয়া তাহেরিয়া নূরুল হকু জরিনা মহিলা মাদরাসা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
* তৈয়্যবিয়া তাহেরিয়া শিশু সদন ও হেফজখানা, সদর, রাঙ্গামাটি
* তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা মাদরাসা, বোয়ালখালী, চট্টগ্রাম
* তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মহিলা (দাখিল) মাদরাসা, মহেশখালী, চট্টগ্রাম
* তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, কাপ্তাই, রাঙ্গামাটি
* তেতুঁলিয়া দাখিল মাদরাসা, তেতুঁলিয়া, পঞ্চগড়
* তিস্তা মোস্তাক আহমদ ফাযিল মাদরাসা, সদর, লালমনিরহাট
* সিদ্দিকিয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা, নতুন চরখাগরিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
* গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া জিন্নাত আরা সুন্নিয়া মাদরাসা ও হেফজখানা, ধর্মপুর, সাতকানিয়া, চট্টগ্রাম
* আহমদিয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানা, আশেকেরপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম
* তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মহিলা দাখিল মাদরাসা, ভাটিখাইন, পটিয়া, চট্টগ্রাম
এছাড়া বাংলাদেশের অন্যান্য যে সমস্ত মাদরাসায় ইমাম আহমাদ রেযাকে নিয়ে চর্চা চলে, তার মধ্যে রয়েছে-
* রযভিয়্যাহ আযিযিয়্যাহ ফাযিল মাদরাসা, চন্দনাইশ, চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা: শেরে বাংলা আল্লামা সাইয়্যিদ আযীযুল হক্ব আল ক্বাদেরী (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
*মাদরাসায়ে রযভিয়া তাওসীফিয়া সুন্নিয়া, হালিশহর, চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা: খত্নীবে আ'যমে হিন্দ, আল্লামা আশ শাহ মুহাম্মদ তাওসীফ রেযা খাঁন ক্বাদেরী বেরেলভী (দামাত বারকাতুহুমুল আলিয়া)
* চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা, পূর্ব চরণদ্বীপ,বোয়ালখালী, চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা: খলীফায়ে মুফতীয়ে আ'যম পাকিস্তান, পীরে ত্বরিকত, আল্লামা মুফতী মুহাম্মদ ইদরীস রজভী (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* সুবহানিয়া আলিয়া কামিল মাদরাসা, পাথরঘাটা, চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা: আলহাজ্ব আবদুস সোবহান সওদাগর (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* আল আমিন বারীয়া কামিল মডেল মাদরাসা, বাহির সিগন্যাল, বহদ্দারহাট, চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা: আল্লামা মাওলানা হাফেয ক্বারী সাইয়্যিদ আবদুল বারী শাহজ্বী (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* আল আমিন বারীয়া দরসে নেজামী মাদরাসা, বাহির সিগন্যাল, বহদ্দারহাট, চট্টগ্রাম
* প্রতিষ্ঠাতা: পীরে ত্বরীকত, আল্লামা মাওলানা সাইয়্যিদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (মাদ্দাজিল্লুহুল আলী)
* আল আমিন বারীয়া তারতীলুল কুরআন মাদরাসা, আনোয়ারা, চট্টগ্রাম
* ফয়জুল বারী সিনিয়র মাদরাসা, চট্টগ্রাম।
* ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদরাসা, হাটহাজারী, চট্টগ্রাম
* মাদরাসায়ে আযিযিয়্যাহ অদুদিয়্যাহ, চট্টগ্রাম
* মাদরাসায়ে ওহিদিয়্যাহ ফাযিল, কালাপোল, চট্টগ্রাম
* নূরুল উলুম ফাযিল মাদরাসা, চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা: আল্লামা সাইয়্যিদ রাহাতুল্লাহ নক্শবন্দী (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম
গহিরা আলিয়া কামিল মাদরাসা, রাউজান, চট্টগ্রাম
* হযরত কালুশাহ (র.) সুন্নিয়া আলিম মাদরাসা, সলিমপুর, চট্টগ্রাম
* মাদরাসায়ে ওয়াজেদিয়া আলিয়া, চট্টগ্রাম
* জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসা, চন্দনাইশ, চট্টগ্রাম
* জমহুরিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, আনোয়ারা, চট্টগ্রাম
* মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া মাদরাসা, পতেঙ্গা, চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা: আল্লামা মাওলানা নঈমুদ্দীন আল ক্বাদেরী (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* এমএ হক্ব আল আমিন বারীয়া মাদরাসা, খাগড়াছড়ি
* হযরত বিবি ফাতেমা (রা:) মহিলা মাদরাসা, চাঁদপুর
প্রতিষ্ঠাতা: অধ্যক্ষ আল্লামা মাওলানা হাফেয আবদুল জলীল আল ক্বাদেরী (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
* সিরাজনগর গাউসিয়া জালালিয়্যাহ মমতাজিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসা, মৌলভীবাজার
প্রতিষ্ঠাতা: পীরে ত্বরীকত, অধ্যক্ষ আল্লামা শেখ মুহাম্মদ আবদুল করিম সিরাজনগরী (মাদ্দাজিল্লুহুল আলী)
* মাদরাসায়ে মানযারুল ইসলাম, ঈশ্বরদী, পাবনা।
* মাদরাসায়ে মাজহার-ই-ইসলাম, ঈশ্বরদী, পাবনা।
* জামেয়া আহমদিয়া রেজভীয়া সুন্নিয়া আলীয়া মাদরাসা, সতরশ্রী, নেত্রকোণা
* তৈয়্যবিয়া নূরিয়া সুন্নিয়া মাদরাসা, পটিয়া, চট্টগ্রাম
* নেছারিয়া আলিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম
* জামেয়া নঈমিয়্যাহ তৈয়্যবিয়া ফাযিল মাদরাসা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
প্রতিষ্ঠাতা: আল্লামা মাওলানা মফজল আহমদ নঈমী (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
মাদরাসায়ে ইসলামিয়া সুন্নিয়া, শাহজাহানপুর, ঢাকা।
প্রতিষ্ঠাতা: আল্লামা মাওলানা খাজা মুহাম্মদ আবু তাহের (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
*মাদরাসায়ে হামীদিয়্যাহ সুন্নিয়্যাহ, রামগড়, রাঙ্গামাটি।
প্রতিষ্ঠাতা: শায়খুল হাদীস, আল্লামা আবদুল হামীদ (রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি)
কামালে ইশক্বে মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কমপ্লেক্স, চট্টগ্রাম
* আশেকানে আউলিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা, চট্টগ্রাম
মাদরাসায়ে নাসিমিয়্যিাহ মূসভিয়্যাহ সুন্নিয়া (ফাযিল), চন্দনাইশ, চট্টগ্রাম
*উরকিরচর আহমদিয়া সুন্নিয়া মাদরাসা, রাউজান, চট্টগ্রাম
*রেজভীয়া মানজারুল ইসলাম আলিয়া কামিল মাদরাসা, বিজয়নগর, বি.বাড়িয়া
সুন্নিয়া আলিম গাউছিয়া রেজভীয়া দরসে নেজামী মাদরাসা, হারং, কুমিল্লা।
~ জ্ঞানজ্যোতিষ্ক -
মোহাম্মদ নাহিদুল আমিন।
সংগ্রহে: জিহাদ মাহমুদ
Rich document
উত্তরমুছুনThere are more that have not been mentioned. Because it is increasing.
মুছুন