মাংস বলা নিয়ে একটি সন্দেহের অবসান:

 একটি ভুল নিরসন:

কেউ কেউ বলেন যে, মাংস বলা যাবেনা। বলতে হবে গোশত। কেননা তা হিন্দুদের দেবী মায়ের অংশের সাথে সাদৃশ্য রাখে।


উত্তর: 

মাংস বা গোশত উভয়েই বলা যাবে। এতে কোনো সমস্যা নেই।

তাদের যুক্তি হলো: এটি মায়ের অংশ। যাকে সংক্ষেপ করে মাংস করা হয়েছে।


আমি বলি: 

যদি মায়ের অংশ হয় তবে তো এভাবে লিখা উচিত, মায়ের + অংশ = মাংশ।

কিন্তু আমরা গোশতের বেলায় লিখি "মাংস"।


সুতরাং, তাঁদের ঐ মাংশ এবং আমাদের এই গোশতের মধ্যে ব্যবধান আছে। কিন্তু আমাদের মাংস এবং গোশতের মধ্যে কোনো পার্থক্য নেই।

তবে যদি বেশি কনফিউজড হয়ে যান,গোশতই বলেন। No problem…

#𝕛𝕚𝕙𝕒𝕕_𝕞𝕒𝕙𝕞𝕦𝕕

লিখকের ফেসবুক একাউন্ট দেখতে এখানে ক্লিক করুন।

লিখকের ফেসবুলিখকের ফেসবুক একাউন্ট দেখতে এখানে ক্লিক করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রসঙ্গ: আল্লাহর রাসূল ﷺ সামনে যেভাবে দেখতেন পিছনেও তেমনি দেখতেন।

শিয়াবাদের মুখোশ উন্মোচন -(১)

মাসলাকে আ'লা হযরতের বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান: